logo
আপডেট : 25 December, 2018 14:05
বিমান দুর্ঘটনায় স্বামীসহ নিহত মেক্সিকোর নারী গভর্নর
মেইল রিপোর্ট

বিমান দুর্ঘটনায় স্বামীসহ নিহত মেক্সিকোর নারী গভর্নর

মেক্সিকোর পুয়েবলো অঙ্গরাজ্যের নতুন গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিজ পদে শপথ নেয়ার দুদিনের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার স্বামী রাফায়েল মরেনো ভ্যালেও নিহত হন।

সোমবার অঙ্গরাজ্যটির রাজধানী থেকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনাটি ঘটেছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম নারী গভর্নর হিসেবে পুয়েবলোতে নির্বাচিত হন ৪৫ বছর বয়সী অ্যালোনসো।

তিনি মধ্যডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে ওবরাডোর বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত করা হবে।

এ দুর্ঘটনায় পাইলট নিজেও নিহত হয়েছেন। গত জুলাইয়ের নির্বাচনে মান্যুয়েল বারবোসাকে খুবই কম ব্যবধানে হারিয়ে ১৪ ডিসেম্বর শপথ নেন অ্যালোনসো।

মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহরটিতে প্রেসিডেন্ট অ্যানড্রেসের পছন্দের প্রার্থী ছিলেন বারবোসা।