আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র নির্বাচন।
শনিবার (২২ ডিসেম্বর) এবিপিসির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এর মাধ্যমে দু’বছর মেয়াদি এ কমিটির সদস্য সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১১ সদস্য করা হলো।
কমিশনের প্রধান হলেন চ্যানেল আই-এর উত্তর আমেরিকা প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। কমিশনের অপর সদস্যরা হলেন কবি মিশুক সেলিম এবং নোঙর টিভির মহাপরিচালক জাহেদ শরিফ।
এ সময় সকলে দিপ্ত প্রত্যয়ে ঘোষণা করেন নিউইয়র্কসহ আমেরিকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য অটুট রাখতে সাধ্যমত চেষ্টা চালাবেন। একইসাথে প্রবাসে সাংবাদিকদের মধ্যে অনৈক্য সৃষ্টির কারিগর হিসেবে পরিচিতদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এবিপিসির সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে সম্প্রীতির আবহে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
গত দু’বছরের যাবতীয় কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপনকালে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এ ক্লাবের প্রতিটি সদস্য সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। এটাই আমাদের অহংকারের মূল জায়গা। আর এ কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটিকে স্বতস্ফুর্তভাবে পাশে পেয়েছি। সংকট ও নানা সীমাবদ্ধতা সত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি।’