অনলাইন ডেস্ক: হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৭ বছর ধরে এই অবস্থানে ছিলেন সাবেক প্রেসিডেনসিয়াল প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। এবার তিনি হয়েছেন তৃতীয় প্রশংসিত নারী। দ্বিতীয় অবস্থানে জনপ্রিয় টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে। যুক্তরাষ্ট্রের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গ্যালপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, গ্যালপের জরিপমতে, ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে আছেন। ২০০৮ সাল থেকেই তাঁর এ অবস্থান। ট্রাম্প দ্বিতীয় অবস্থানে।
১৯৪৭ সাল থেকে এই জরিপ চালিয়ে আসছে গ্যালপ। কেবল ১৯৭৬ সালে কোনো জরিপ হয়নি।
জরিপে বিশ্বব্যাপী মোট ১ হাজার ২৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ১৫ শতাংশ মিশেল ওবামাকে প্রশংসিত নারী বলে মনে করেন। এরপরই আছেন অপরাহ উইনফ্রে। জরিপে অংশ নেওয়া ৫ শতাংশ তাঁকে প্রশংসিত নারী বলে মত দিয়েছেন। ১৭ বছর ধরে টানা এই আসনের প্রথমে অধিষ্ঠিত হিলারি ও মেলানিয়া ট্রাম্প পেয়েছেন ৪ শতাংশের মত। ব্রিটেনের রানি এলিজাবেথের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ।
জরিপে অংশ নেওয়া ১৯ শতাংশ ওবামাকে প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। ১৩ শতাংশের পছন্দ ডোনাল্ড ট্রাম্প। এরপর ২ শতাংশ মত নিয়ে জর্জ ডব্লিউ বুশ ও ১ শতাংশ নিয়ে আছেন ধনকুবের বিল গেটস।