আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির চারটি প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার চালানো ওই হামলায় নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য।
আফগানিস্তানের কুন্দুজ, বাঘলান, তাকহার ও বাদঘিস প্রদেশে ওই হামলা চালানো হয়।
কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলুক বলেছেন, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবানদের একটি বড় দল হামলা চালায়। এতে সেনা ও পুলিশসহ ১০ জন নিহত হয় এবং আহত হয় আরও ১১ জন। কারলুক বলেন, ওই হামলায় ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
আর প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানদের হামলায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। তারা বলছেন, ওই হামলায় অনেক তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।
এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার তোড়জোড় চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ তালেবানদের সঙ্গে তিন দফা আলোচনায় বসেছিল। তবে চতুর্থ দফার আলোচনা শুরু হওয়ার আগে তালেবানরা তা বাতিল করে দেয়।