logo
আপডেট : 16 January, 2019 10:48
কেনিয়ায় হোটেলে হামলায় নিহত ১৪
মেইল রিপোর্ট

কেনিয়ায় হোটেলে হামলায় নিহত ১৪

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমালিয়া ভিত্তিক আল-শাবাব জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে ওয়েস্টল্যান্ডস এলাকায় ওই হামলায় চালায় জঙ্গিরা। ওই হামলা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল বলে খবরে বলা হয়েছে।

এর আগে ২০১৩ সালে ওয়েস্টল্যান্ডসের কাছাকাছি ওয়েস্টগেট শপিংমলে হামলা চালিয়েছিল আল-শাবাব জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছিল।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা বাহিনী হামলার শিকার হওয়া ভবনের দখল নিয়েছে।

কিন্তু এরপরও গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক।

বেশ কয়েকটি বিদেশি অফিস থাকা নাইরোবির ডুসিট ডি২ হোটেল ও ভবনে হামলা চালায় জঙ্গিরা।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিংয়ে রাখা গাড়িতে হামলা চালায়। এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।