logo
আপডেট : 17 January, 2019 09:48
সিরিয়ায় বোমা বিস্ফোরণে মার্কিন সেনাসহ ১৮ জন নিহত
মেইল রিপোর্ট

সিরিয়ায় বোমা বিস্ফোরণে মার্কিন সেনাসহ ১৮ জন নিহত

সিরিয়ার মানবিজ শহরে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত এবং আরও বেশকিছু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন মার্কিন সেনা রয়েছেন। এছাড়া আরও ৩ মার্কিন সেনার আহতের খবর জানা গেছে। 

স্থানীয় সময় বুধবার বিকেলে মার্কিন নেতৃত্বাধীন একটি সেনা টহলের কাছে এ বোমা বিস্ফোরিত হয়।  

সেনাদের নিয়মিত টহলের সময় তারা বিস্ফোরণের কবলে পড়ে। এর আগে ইরাক ও সিরিয়ায় অভিযান চালানোর দায়িত্বে নিয়োজিত মার্কিন দপ্তর এক বিবৃতিতে জানায়, বিষয়টি নিয়ে আমরা এখনও তথ্য সংগ্রহ করছি এবং পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বোমা বিস্ফোরণে নিহতদের নয়জন বেসামরিক ব্যক্তি; বাকিরা সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র সদস্য।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মানবিজ শহরের কেন্দ্রস্থলে আল-উমারা রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে। এর মধ্যেই মার্কিন সেনারা হামলার শিকার হলো।