logo
আপডেট : 22 January, 2019 12:03
পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত ২৬
মেইল রিপোর্ট

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত ২৬

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

ওই বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল।

সিনিয়র পুলিশ সুপার আগা রমজান আলি গণমাধ্যমে বলেন, হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, হাব এলাকার বেলা ক্রসে এই দুর্ঘটনা ঘটেছে।

রমজান আলি বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। তাই অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

এদিকে উদ্ধারকারী দলের একজন সদস্য জানিয়েছেন, স্থানীয় হাসপাতালে পুড়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃতের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, আরও অন্তত ১৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তারা বলছে, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বন্দর নগরী করাচিতে নেয়া হয়েছে বলে জানা গেছে।