লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদোন শহরে গাড়িবোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে আটক করা হয়েছে।
২০১৮ সালের ১৪ জানুয়ারি লেবাননে অবস্থানরত হামাস নেতা মোহাম্মাদ হামদানকে হত্যা প্রচেষ্টা চালায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ওই হামলায় হামাস নেতা গুরুকর আহত হন।
এতে তিনি প্রাণে রক্ষা পেলেও পায়ে মারাত্মক আঘাত পান। লেবানন সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী বৈরুত থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিদোন শহরে শারহাবিল এলাকা থেকে ২১ জানুয়ারি মোসাদের এজেন্ট হুসেইন আহমাদ বাত্তোকে আটক করা হয়েছে।
বাত্তো জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন, ২০১৪ সাল থেকে তিনি মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করে আসছিলেন।
লেবাননের বাইরে গিয়েও তিনি মোসাদের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা তাকে গুপ্তচরবৃত্তি করার জন্য উন্নত যোগাযোগ প্রযুক্তি সরবরাহ করেছেন।