আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। এ কর্মসূচিতে প্রবাসের সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা কামনা করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত শহীদ মিনারে অন্য সকল সংগঠনকে সাথে নিয়ে জেবিবিএ প্রভাত ফেরী করবে। এ উপলক্ষে মঙ্গলবার জেবিবিএর এক সভা অনুষ্ঠিত হয় পালকি পার্টি সেন্টারে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল।
এ সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সংকল্প ব্যক্ত করা হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী প্রভাত ফেরীতে অংশগ্রহণের আগে ২০ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পালকি পার্টি সেন্টারে। অনুষ্ঠানে কমিউনিটির সকলকে সপরিবারে উপস্থিত হবার আহবান জানানো হয়েছে।
জেবিবিএর কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোহাম্মদ আলম নমী, বিপ্লব সাহা, কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
এর আগে জেবিবিএর কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ডিরেক্টরগণের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় তিতাস রেস্টুরেন্ট মিলনায়তনে। এ সময় সংশ্লিষ্ট সকলকে জেবিবিএর কার্যক্রমে সক্রিয় হবার অনুরোধ জানান সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এটর্নী মঈন চৌধুরী, এম আজিজ, মো. কামরুজ্জামান কামরুল, মো. আলম নমী প্রমুখ।