যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রজার স্টোন জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।
স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের অফিস বলেছে, তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মিথ্যা বক্তব্য দেয়া, সাক্ষ্য ঘষামাজা করা, সরকারি কাজে বাধা প্রধান। তাকে গ্রেপ্তারের পর ফ্লোরিডায় একটি আদালতে তোলা হয়। এ সময় এর চারপাশে এক বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়। তাকে আড়াই লাখ ডলারের বিনিময়ে জামিন দেয়ার পর উপস্থিত জনতা ‘তাকে জেলে ভরো’ স্লোগান দিতে থাকে।
রজার স্টোন সাংবাদিকদের বলেছেন, তিনি অপরাধী নন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে পুরনো বন্ধুদের অন্যতম। তিনি তার কট্টর সমর্থক। ‘মেকিং আমেরিকা গ্রেট এগেইন’ উদ্যোগ নিয়ে তিনি ভাল কাজ করছেন।