ইরানের পরমাণু বিশেষজ্ঞ আকবর সালেহি বলেছেন, চারটি পরমাণু চুল্লি তৈরি করছে আমিরাত, যা নির্মাণাধীণ রয়েছে। তাদের নিরাপত্তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এ বিশেষজ্ঞ।
রোববার প্রকাশিত ইসলামিক প্রজাতন্ত্র সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু বিশেষজ্ঞ আলি আকবর সালেহি এসব কথা বলেছেন।
সালেহি বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর। তিনি বলেন, সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। ওইসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে।
সাক্ষাৎকারে সালেহি বুশার পরমাণু চুল্লির নিরাপত্তার গুরুত্বারোপ করে বলেন, এ পারমাণবিক চুল্লির অবস্থান কুয়েত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে।
পারস্য উপসাগরীয় দেশগুলোর পারমানিবক চুল্লির নিরাপত্তার জন্য টেকনিক্যাল কমিটিকে প্রস্তাব দিয়েছে ইরান। তারা পারমাণবিক চুল্লি প্রযুক্তিগতভাবে বসিয়ে দেবে।
তিনি আরও বলেন, ইরানি ও বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরব দেশগুলোতে পরমাণু অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। পারস্য উপসাগরীয় আবরদেশগুলোতে প্রতিযোগিতা নেমেছে পরমাণু অস্ত্র তৈরিতে।
এদিকে সৌদি আবর তেল সমৃদ্ধ সৌদি আরবের সেনাবাহিনী হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূউপগ্রহ ছবিতে এটি দেখা যায়। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক সৌদির একটি সংযুক্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরে।
প্রতিবেদনে এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ এটি শুধুমাত্র পরীক্ষা করেনি এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। হাজার কিলোমিটারের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বহনকারী এ ক্ষেপণাস্ত্রটিতে জ্বালানী ব্যবহার করা হয়েছে।