logo
আপডেট : 28 January, 2019 13:19
পরমাণু অস্ত্রের দিকে হাঁটছে আরবরা?
মেইল রিপোর্ট

পরমাণু অস্ত্রের দিকে হাঁটছে আরবরা?

আরব দেশগুলোতে পরমাণু অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। পারস্য উপসাগরীয় আবরদেশগুলোতে প্রতিযোগিতা নেমেছে পরমাণু অস্ত্র তৈরিতে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা ইরনা।

ইসলামিক প্রজাতন্ত্র সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু বিশেষজ্ঞ আলি আকবর সালেহি বলেছেন, ইরান পরমাণুর অভিজ্ঞতা ভালোভাবে উপভোগ করছে। তিনি বলেন, ইরান পরমাণু চুল্লি চালু করেছে।

সালেহি বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর। তিনি বলেন, সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। ওইসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকারে সালেহি বুশার পরমাণু চুল্লির নিরাপত্তার গুরুত্বারোপ করে বলেন, এ পারমাণবিক চুল্লির অবস্থান কুয়েত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে।

সালেহি আরও বলেছেন, চারটি পরমাণু চুল্লি তৈরি করেছে আমিরাত, যা নির্মাণাধীণ রয়েছে। এবং তাদের নিরাপত্তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ।

পারস্য উপসাগরীয় দেশগুলোর পারমানিবক চুল্লির নিরাপত্তার জন্য টেকনিক্যাল কমিটিকে প্রস্তাব দিয়েছে ইরান। তারা পারমাণবিক চুল্লি প্রযুক্তিগতভাবে বসিয়ে দেবে।

তিনি আরও বলেন, ইরানি ও বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।