ইরানের নতুন স্যাটেলাইট 'দোস্তি' উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে। এটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই উৎক্ষেপণ করা হবে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে। তবে এর বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
ইরানের তথ্য ও যোগাযোগমন্ত্রী জাবেদ আজেরি বলেছেন, 'দোস্তি' স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তিনি বলেন, আমরা আশা করছি প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি উপযুক্ত সময়ে অনুমতি দেবে।
এটি সম্পূর্ণ ইরান তৈরি করেছে। এর ওজন ৫২ কিলোগ্রাম। বেসামরিক কাজের জন্য এটি তৈরি করা হয়েছে।
এর আগে ১৫ জানুয়ারি ইরান পিয়াম নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। এটি সঠিকভাবে মহাশূন্যে পৌঁছতে পারেনি।
এ নিয়ে ইরান এবং ফ্রান্স নিন্দা জানিয়ে বলে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের লঙ্ঘন।
ইরানকে উদ্দেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলে, স্যাটেলাইট কার্যক্রমের পেছনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম লুকিয়ে রয়েছে যা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের হুমকির কারণ।
ইরান এর প্রতিবাদ জানিয়ে বলে, প্রচলিত ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট কার্যক্রম বেসামরিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।