logo
আপডেট : 30 January, 2019 10:55
২ ফেব্রুয়ারী কুয়ালালামপুরে বসছে 'পিঠা মেলা ২০১৯'
মালয়েশিয়া প্রতিনিধি

২ ফেব্রুয়ারী কুয়ালালামপুরে বসছে 'পিঠা মেলা ২০১৯'

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তৃতীয় বারের মত  বসতে যাচ্ছে কুয়ালালামপুর পিঠা মেলা ২০১৯। আগামী ২রা ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুত্রজায়া মাসজিদ তুয়ানকু মিজান জয়নুল আবেদীন (সিলভার মাসজিদ) এর উত্তর পার্শ্বের চত্বরে বসবে এই মেলা ।  

মেলা আয়োজনকারী সংশ্লিষ্টদের ভাষায় স্বজনহীন কর্মব্যস্ত নিরস জীবনে দিন শেষে একজন প্রবাসী যখন দেশে প্রিয়জনের সাথে কথা বলেন, দেশের খবর শোনেন কিংবা দেশি কাউকে খুঁজে পান - তিনি যেন দেশকেই আলিঙ্গন করেন। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশকে অনুভব করেন প্রতিটি নিঃশ্বাসে। দেশের প্রতি অদম্য ভালোবাসা বাসা বাঁধে হৃদয় গহীনে।

একটু দেশী সবজি, দেশী মাছ, দেশী মিঠাই কিংবা দেশী কাপড় - দেশীয় নির্যাসের প্রতিটি আবেগের মূল্য কেবল একজন প্রবাসীই জানেন। আপনের মায়া ছেড়ে প্রবাসে পাড়ি জমানো এসকল মানুষের অনুভূতির প্রতি সম্মান রেখেই তৃতীয় বারের মতো বিডিএমএম আয়োজন করতে যাচ্ছে "কুয়ালালামপুর পিঠা মেলা ২০১৯"।

পিঠা মেলায় আরো থাকছে নানা স্বাদ এবং পরিবেশনার রকমারি দেশীয় পিঠা। শিশুদের জন্য মজাদার আয়োজনসহ পিঠা নিয়ে অংশগ্রহণকারী পিঠা শিল্পীদের জন্য আকর্ষণীয় পুরস্কার। থাকছে ভাষা ও দেশের গান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও ।