logo
আপডেট : 6 February, 2019 02:11
মুসলিম হলেন ইসলামবিরোধী সেই ডাচ এমপি
মেইল রিপোর্ট

মুসলিম হলেন ইসলামবিরোধী সেই ডাচ এমপি

একটা সময় ছিলো যখন মুসলমানদের প্রবল বিরোধিতা করতেন একজন ডাচ এমপি। সুযোগ পেলেই ইসলাম ধর্মের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতেও পিছপা হতেন না তিনি। যার ফলে লিখতে যান একটি ইসলাম বিরোধী বইও। অবশেষে সেই বই লিখতে গিয়েই তিনি গ্রহণ করলেন ইসলাম ধর্ম। এমনই এক ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে।

ইসলাম গ্রহণকারী ৩৯ বছর বয়সী সেই ব্যক্তির নাম জোরাম ভ্যান ক্লাভিরিন। জোরাম ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্ট ফর দ্য ফ্রিডম পার্টির (পিভিভি) সদস্য ছিলেন। তবে ২০১৪ সালের শেষ দিকে তিনি সেই দল থেকে অব্যাহতি নেন।

সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম দ্য পলিটিকোর তাদের এক প্রতিবেদনে জানায়, ইসলাম বিরোধী একটি বই লিখতে গিয়ে জোরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ডাচ স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা জোরাম বলেন, ‘ইসলাম সম্পর্কে সেই বইটি লেখার সময় আমি অনেক বিষয়বস্তু অতিক্রম করে আসি, অনেক বিষয় জানতে পারি। যা আমার ইসলাম সম্পর্কে যাবতীয় ধারণাকেই বদলে দেয়।’

সাক্ষাৎকারে জোরাম ভ্যান ক্লাভিরিন আরও বলেছেন, ‘আগে আমি ইসলাম ধর্মকে ‘মিথ্যা’ এবং কোরআন শরিফ'কে ‘বিষ’ বলে অভিহিত করতাম। তবে এর জন্য আমি ভীষণ দুঃখ প্রকাশ করেছি। তবে তখন পিভিভি দল করার কারণেই আমাকে এসব কথা বলতে হয়েছিল। কারণ তা সেই দলের পলিসির মধ্যেই ছিল।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমার আগেও পিভিভি দল ছেড়ে আসা অন্য একজন রাজনৈতিক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এবার আমার পালা।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ডাচ পিভিভি দল ছেড়ে দেওয়ার পর জোরাম নিজে একটি দল গঠন করেন। পরে ২০১৭ সালে তিনি সেই দলের হয়ে নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনেও অংশ গ্রহণ করেন। যদিও সেবার তিনি তাতে জয়লাভ করতে ব্যর্থ হন। আর এরপরই তিনি রাজনীতিকে বিদায় জানিয়ে পুরোপুরি অবসরে চলে যান।