logo
আপডেট : 6 February, 2019 02:20
জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ
মেইল রিপোর্ট

জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ

ভারতের বিহারে জুতো ও মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্যটির সেকেন্ডারি এডুকেশন বোর্ড।

ঘোষণা অনুযায়ী, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনোভাবেই জুতো ও মোজা পরে ঢুকতে পারবেন না। জুতো ও মোজা পরে এলেও হলে ঢোকার আগে তা খুলে ঢুকতে হবে।

অনেক সময় পরীক্ষার্থীকে জুতো বা মোজার ভেতরে নকল নিয়ে পরীক্ষায় হলে ঢুকতে দেখা যায়। তাই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ঘোষণায় বলা হয়, পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে কমপক্ষে দুবার সার্চ করা হবে। পোশাকের কোথাও নকল লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও বলা হয়, পরীক্ষার হলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শুধু পরীক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

বিহার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান, নকল রুখতে সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।