logo
আপডেট : 11 February, 2019 18:21
তুরস্কের উদ্যোগে কেপটাউনের সেই মসজিদে ১৩৫ বছর পর আজান
মেইল রিপোর্ট

তুরস্কের উদ্যোগে কেপটাউনের সেই মসজিদে ১৩৫ বছর পর আজান

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের একটি মসজিদ প্রতিষ্ঠার ১৩৫ বছর পরে পুনরায় আজান চালু করেছে তুরস্ক সরকার।

তুর্কি সাহায্য ও সমন্বয় সংস্থা (টি আই কে এ) এর সহযোগিতায় 'নূরূল হামিদিয়্যাহ' নামক উসমানী শাসনামলীয় এই মসজিদটি পুনঃসংস্কারের পরে নতুন করে আজান দেওয়ার মাধ্যমে আবার চালু করা হলো।

উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলে আজ থেকে ১৩৫ বছর পূর্বে নির্মিত এই মসজিদটি নতুন করে চালু করার সময় তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।