সুদূর নেদারল্যান্ড থেকে তারা বেড়াতে এসেছেন বাংলাদেশে। বিভিন্ন পর্যটন স্পটে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আসেন কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে। কিন্তু হতাশ হন ভিনদেশি দুই পর্যটক।
বেলা ১১টার দিকে কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে আসেন লুই ও ডিডারিক। এসময় তারা জলপ্রপাত এলাকায় বাংলাদেশি পর্যটকদের ফেলে রাখা বিভিন্ন পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল দেখে হতাশা প্রকাশ করেন।
পরে নিজ উদ্যোগে পরিছন্নতার কাজ শুরু করেন ভিনদেশি দুই পর্যটক। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা হামহামের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেন।
এসময় বিদেশি পর্যটকদ্বয় পরিবেশ রক্ষার জন্য অন্য পর্যটকদের এগিয়ে আসতে ও সচেতন হতে আহবান জানান।
তাদের সাথে থাকা ইকো ট্যুর গাইড ও ভ্রমণ বিষয়ক লেখক শ্যামল দেববর্মা বলেন, আমরা সর্বত্র কোনো না কোনোভাবে পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের সামান্যতম সচেতনতায় পরিবেশের ভারসাম্য রক্ষা হতে পারে।
এখানে যারা বেড়াতে আসেন পরিবেশের কথা মাথায় রেখে তাদেরকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার আহবান জানান তিনি।