logo
আপডেট : 13 February, 2019 01:17
মরনোত্তর ভারতরত্ন নিচ্ছে না ভূপেন হাজারিকার পরিবার
কলকাতা প্রতিনিধি

মরনোত্তর ভারতরত্ন নিচ্ছে না ভূপেন হাজারিকার পরিবার

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে মরনোত্তর ভারতরত্ন সম্মান গ্রহন করতে অস্বীকৃতি জানিয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পরিবার।

আসাম রাজ্যের একটি সংবাদমাধ্যমে ভুপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন, ‘আমি আসামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। আমার বাবা ভূপেন হাজারিকা সবসময়ই আসামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের অধিকারের জন্য আন্দোলন করে গিয়েছেন। আমরা তাই এই সম্মান গ্রহন করতে অস্বীকার করছি। আমি তার পুত্র হিসাবে জানাচ্ছি, ভারত সরকার আমার বাবাকে যে মরনোত্তর সম্মান প্রদান করতে চাইছে আমরা তা গ্রহন করবো না।’

উল্লেখ্য, সম্প্রতি ভূপেন হাজারিকা, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা জানিয়েছে ভারতের মোদি সরকার। আগামী প্রজাতন্ত্র দিবসের দিনেই দেওয়া হবে এই সম্মান।

তবে ভারত সরকারের দেওয়া মরনোত্তর ভারতরত্ন সম্মান গ্রহন করবে না বলে স্পষ্ট ঘোষণা দিলো ভূপেন হাজারিকার পরিবার। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিলের প্রতিবাদের তাদের এই সিদ্ধান্ত নিয়েছে।