যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি বর্জন সংক্রান্ত চলমান আলোচনার মধ্যেও পরমাণু বোমা তৈরির জ্বালানি উৎপাদন অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। তবে দেশটির কাছ থেকে হুমকির পরিমাণ হ্রাস পেয়েছে। সম্প্রতি এক গবেষণা জরিপ থেকে এ কথা জানা গেছে।
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের কয়েক সপ্তাহ আগে প্রকাশিত ওই জরিপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, উত্তর কোরিয়া গত বছর এত বেশি পরিমাণ জ্বালানি উৎপাদন করেছে যে, তারা চাইলে এখন সাতটি পরমাণু বোমা তৈরি করতে পারবে।
এমন এক সময়ে এই জেরিপ প্রতিবেদন প্রকাশিত হলো যখন চলতি মাসের ২৭-২৮ তারিখে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিক্যুরিটি এন্ড কো-অপারেশন এই জরিপ পরিচালনার দায়িত্বে ছিলো।
তারা বলছে, স্যাটেলাইট থেকে ধারণকৃত ইমেজ থেকে দেখা যায়, ২০১৮ সালেও উত্তর কোরিয়ার বোমা তৈরির জ্বালানি উৎপাদন অব্যাহত ছিল। এসব জ্বালানি উৎপাদন করা হচ্ছে দেশটির প্রধান পরমাণু স্থাপণা ইয়ংবিয়নে। আর তাদের কাছে আনুমানিক ৫-৮ কেজি পরমাণু অস্ত্র তৈরির প্লুটোনিয়াম রয়েছে যা দিয়ে পাঁচ থেকে সাতটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব।
এর আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি অব্যাহত রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছিলো জাতিসংঘ।