বিশ্ব ভালোবাসা দিবসে সৌদি আরবে এখন আর দোকানের পেছনে লুকিয়ে রেখে লাল গোলাপ বিক্রি করতে হয় না। ভালোবাসা আকৃতির চকোলেট বিক্রিতেও এখন আর বাধা নেই। এর আগে ২০১৬ সাল সৌদি আরবের ধর্মীয় পুলিশের কারণে এসব বিক্রি করা যেত না।
২০১৮ সালে প্রথমবারের মতো সৌদি আরবে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়।
মক্কার সাবেক প্রেসিডেন্ট শেখ আহমেদ কাজিম আল গাদমি টিভিতে এক ঘোষণা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস ইসলামের শিক্ষায় সাংঘর্ষিক নয়, ভালোবাসা উদযাপন শুধু অমুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, বিশ্বব্যাপী ভালোবাসা দিবস উদযাপন করা হয় মা দিবসের মতো, এটি মানুষের ইতিবাচক দিক।
এর ফলে ব্যবসায়িক দিক দিয়ে ভালোবাসা দিবস লাভজনক, বিশেষ করে ফুল ব্যবসায়ী, রেস্তোরাঁ, ক্যাফে, কসমেটিক ও রূপচর্চার জন্য।