কাশ্মিরের পুলওয়ামায় হামলার ঘটনায় ভারতীয় নাগরিকরা পাকিস্তানের ওপর ক্ষোভ ঝাড়ছে। এ অবস্থায় চ্যালেঞ্জের মুখে আছে ভারতের সেনাবাহিনীও। কারণ, দেশবাসী চাচ্ছে কাশ্মির হামলার পরিকল্পনাকারীকে ধরা হোক।
পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালান আদিল দার। কিন্তু তাকে প্রশিক্ষণ দিয়েছে আফগান জঙ্গি গাজী রাশিদ। মূলত গাজী রাশিদই এই হামলার পরিকল্পনাকারী।
ভারতীয় সেনারা বলছেন, হামলার পর পরই পুরো এলাকা ঘিরে ফেলেন তারা। এ কারণে রাশিদ হামলার পর পুলওয়ামা থেকে খুব বেশি দূরে যেতে পারেনি। সেনাদের অনুমান, পুলওয়ামা থেকে ২৫ কিলোমিটারের মধ্যেই আছে সে। এ জন্য তাকে খুঁজে পেতে চিরুনি অভিযান শুরু হয়েছে। আর ২৫ কিলোমিটারকে বিবেচনায় নিয়ে এই অপারেশনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন- টোয়েন্টি ফাইভ’।
গোপন সূত্রের বরাতে ভারতীয় সেনারা বলছে, কাশ্মির হামলার পরিকল্পনাকারীসহ অন্য জঙ্গিরা সেনা নজরদারি কমার অপেক্ষায় রয়েছে। নজরদারি কমলেই তারা পালিয়ে যাবে।