রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আব্বাস সবসময়ই ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু ধারাবাহিকভাবে এ বৈঠকটি বারবার পিছিয়ে যাচ্ছে।
আবু রুদেইনা বলেন, 'সম্প্রতি ইসরাইলের একটি সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেছেন- যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিলিস্তিনের একজন নেতার সঙ্গে দেখা করব এবং এর মাধ্যমে শান্তি আলোচনা সম্ভব। অবশ্য ইসরাইলের পক্ষ থেকেও এ রকমই চাওয়া হয়েছে।'
এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট আব্বাস যে কোনো সময় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধের অপেক্ষায় আছেন।
এর আগে ২০১৪ সালে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এই শান্তি আলোচনা বারবারই পিছিয়ে যায়।