logo
আপডেট : 28 February, 2019 17:36
ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ফিলিস্তিনি প্রেসিডেন্ট
মেইল রিপোর্ট

ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ফিলিস্তিনি প্রেসিডেন্ট

রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আব্বাস সবসময়ই ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু ধারাবাহিকভাবে এ বৈঠকটি বারবার পিছিয়ে যাচ্ছে।

আবু রুদেইনা বলেন, 'সম্প্রতি ইসরাইলের একটি সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেছেন- যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিলিস্তিনের একজন নেতার সঙ্গে দেখা করব এবং এর মাধ্যমে শান্তি আলোচনা সম্ভব। অবশ্য ইসরাইলের পক্ষ থেকেও এ রকমই চাওয়া হয়েছে।'

এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট আব্বাস যে কোনো সময় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধের অপেক্ষায় আছেন।

এর আগে ২০১৪ সালে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এই শান্তি আলোচনা বারবারই পিছিয়ে যায়।