logo
আপডেট : 2 March, 2019 11:04
উত্তেজনার মধ্যেই মিসাইল পরীক্ষা রাশিয়ার
মেইল রিপোর্ট

উত্তেজনার মধ্যেই মিসাইল পরীক্ষা রাশিয়ার

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই আরো অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করল রাশিয়া। আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দূরপ্রাচ্যের আরখানগ্লেস্ক অঞ্চলের প্লেসেটস্ক পরীক্ষাকেন্দ্র থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর কামচাটকা উপদ্বীপের উপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, গুণগত মান এবং কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষা চালানো হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।

ইয়ার্স হচ্ছে সাবেক টোপোল-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নত সংস্করণ যার সর্বোচ্চ পাল্লা হচ্ছে ১২ হাজার কিলোমিটার। ভ্রাম্যমান কিংবা ভূগর্ভস্থ লাঞ্চার এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।