logo
আপডেট : 12 March, 2019 02:45
এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলা
মেইল রিপোর্ট

এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলা

এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে এবং দেশটির নৌবাহিনী হামলাকারীদেরকে প্রতিহত করেছে।

বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে। 
 
জানা গেছে, হামলাকারীরা ১১টি স্পিডবোট নিয়ে এক লাখ ৫০ হাজার টন তেলবাহী একটি কার্গোর ট্যাংকারে হামলা করে।

ইরানের নৌবাহিনী গত কয়েক বছরে ভারত মহাসাগর এবং এডেন উপসাগরে সোমালি জলদস্যুদের হামলা থেকে দেশটির জাহাজগুলো রক্ষায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছে।

এর আগে গত বুধবার ইসরায়েলের হাইফা শহরে দেশটির নৌবাহিনীর ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে নেতানিয়াহু ইরানের তেলের জাহাজে হামলা করা হুমকি দেন বলে জানায় ইরানি গণমাধ্যম ‘পার্সটুডে’।

এই অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বাড়তেই থাকে, তবে তা রুখে দেয়ার জন্য ইসরায়েলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।