ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্তের পর এই মডেলের বিমান চলাচল বাতিল করছে চীন, ভারত ও ইথিওপিয়া।
দেশটির বিমান নিয়ন্ত্রক সংস্থা অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে।
এবার ভারতের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ডিজিসিএ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান পরীক্ষা করতে দেশটির দুটি বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে।
ইথিওপিয়ার আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট ক্রুসহ ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি।
স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফোতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
সংস্থাটির মুখপাত্র বলেন, ইথিওপিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীনের আট নাগরিকও ছিলেন।
গত পাঁচ মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এক বিবৃতিতে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, কবে আবার বিমান সংস্থাগুলো পুনরায় বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের ফ্লাইট শুরু করতে পারবে সে বিষয়ে তাদের অবহিত করা হবে।