logo
আপডেট : 15 March, 2019 14:29
ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল ঘোষণা, ফিরছেন ক্রিকেটাররা
মেইল রিপোর্ট

ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল ঘোষণা, ফিরছেন ক্রিকেটাররা

মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টটি। তবে কবে ক্রিকেটাররা দেশে ফিরবেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার হেগলি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স করে এ ঘোষণা দেয়া হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে। 

হামলার ঘটনার ম্যাচটি চলবে কিনা এ নিয়ে দোটানায় ছিল উভয় বোর্ড। শেষ পর্যন্ত কিউই ও বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচটি নিয়ে আপত্তি প্রকাশ করা ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। 

ইতোমধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। 

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন টরেন্টসহ আরো একজন এ হামলা করে। হামলায় ৪০ জন নিহতের দাবী করেছে স্থানীয় গণমাধ্যম ওটোগো।