logo
আপডেট : 15 March, 2019 14:49
মঙ্গলগ্রহে মানুষ হিসেবে প্রথম পা রাখবেন এক নারী
মেইল ডেস্ক

মঙ্গলগ্রহে মানুষ হিসেবে প্রথম পা রাখবেন এক নারী

কয়েক দশক ধরে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর এই পরিকল্পনায় নারীদেরকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাসার শীর্ষ কর্মকর্তা জিম ব্রাইডেনস্টাইন। তবে এই বিষয়ে কোনও নাম এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়। এতে বলা হয়েছে, মঙ্গলগ্রহে মানুষের পা রাখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

কোনও নারী মহাকাশযাত্রীকে চাঁদের উদ্দেশে রওনা হতে দেখা যেতে পারে কিনা জানতে চাওয়া হলে জিম ব্রাইডেনস্টাইন বলেন, অবশ্যই। বস্তুত পরবর্তী অভিযানেই চাঁদে পা রাখতে চলেছেন নারীরা।

গত শুক্রবার সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টক শোতে তিনি এসব কথা জানান।

উল্লেখ্য, কিছুদিন আগেই নাসা ঘোষণা করেছে, প্রথমবারের মতো নারী মহাকাশচারীরা মহাকাশে হাঁটতে চলেছেন। অ্যানি ম্যাকক্লেইন এবং ক্রিস্টিনা কোচ নামের দুই নারীকে মহাকাশে হাঁটতে দেখা যাবে বলে জানা গেছে।