আসন্ন নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে ওঠেছে বিজেপি। জনগণের কাছে ভোট চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনরাত ছুটে বেড়াচ্ছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেও তেমন সুবিধা করা যায়নি। পুরনো যুদ্ধবিমান ব্যবহার করায় উল্টো সমালোচিত হতে হয়েছে মোদিকে।
কংগ্রেসসহ বিরোধীদের প্রবল চাপের মুখে থাকা বিজেপি এবার নতুন আবেদন নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশনে।
মুসলমানদের মসজিদগুলো সরকারি নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে ক্ষমতাসীন বিজেপির দিল্লি শাখা। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদনও করেছে দলটি।
বিজেপির ওই আবেদনে বলা হয়েছে, আগামী নির্বাচন উপলক্ষে দিল্লির মসজিদগুলো সরকারি নজরদারির আওতায় আনা প্রয়োজন। বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মসজিদের যাবতীয় কার্যক্রম পুলিশের উপস্থিতিতে হওয়া উচিত। কারণ জুমার বয়ানে রাজনৈতিক নেতা বা ধর্মীয় ব্যক্তিরা ভোট চাইতে পারেন।
বিজেপির এমন অভিযোগের সমালোচনা চলছে দিল্লিজুড়ে। বিরোধীরা বলছেন, নিশ্চিত পরাজয় জেনে বিজেপি এখন দিশেহারা অবস্থায় আছে। তাই মুসলমানদের ধর্মীয় বিষয়েও তারা হস্তক্ষেপের কথা বলছে।
অথচ অনেক মন্দিরের পরিস্থিতি এখন এমন যে, রীতিমতো সেগুলো বিজেপির নির্বাচনী ক্যাম্পে পরিণত হয়েছে।
নির্বাচন কমিশনের কাছে জানানো আবেদনে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, সংখ্যালঘুদের ধর্মীয় অনূভুতি ব্যবহার করে তিনি ভোটকে বিভক্ত করার চেষ্টা করছেন।