logo
আপডেট : 21 March, 2019 19:52
নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন-রেডিওতে সম্প্রচারিত হবে জুমার আজান
মেইল রিপোর্ট

নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন-রেডিওতে সম্প্রচারিত হবে জুমার আজান

নিউজিল্যান্ডের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন নিউ জিল্যান্ড এবং রেডিও নিউ জিল্যান্ডে জুমার আজান সম্প্রচার করা হবে বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপর হামলার পর দ্বিতীয়বারের মতো শহরটি পরিদর্শনকালে আরডার্ন গণমাধ্যমকে একথা জানান।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, জুমার নামাজের সময় হামলা হয়েছিল। তাই এসময় আমরা যে মুসলিমদের পাশে আছি, তা বোঝানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, তারা ক্রাইস্টচার্চে মেমোরিয়াল সার্ভিস আয়োজনের পরিকল্পনা করছেন। সরকার এতে নিউজিল্যান্ডের সবাইকে সম্পৃক্ত করতে চায়।

গত শুক্রবার আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেছেন ব্রেনটন ট্যারেন্ট নামের এক ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক। হামলার ৩৬ মিনিট পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

প্রধানমন্ত্রী আরডার্ন এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। পরে তিনি দেশটির সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেন, মসজিদে হামলাকারী সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি নিজে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু কুখ্যাতি ছাড়া আর কিছুই পাননি।

তার এই ঘৃণ্য কাজের জন্য আমি কখনোই তার নাম মুখে নেবো না বলেও উল্লেখ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।