logo
আপডেট : 22 March, 2019 02:58
টাইগ্রিস নদীতে নৌকা ডুবিতে ৭২ কুর্দি নিহত
মেইল রিপোর্ট

টাইগ্রিস নদীতে নৌকা ডুবিতে ৭২ কুর্দি নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের টাইগ্রিস নদীতে ফেরী ডুবিতে ৭২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নওরোজ উৎসব শেষে ফেরার পথে এ প্রাণহানীর ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। মসুল বাঁধ খুলে দেওয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে আগেই সতর্ক করেছিল। ফেরি চালকেরা এই সতর্কতা আমলে না নেয়ার কারণে এ দূর্ঘটনা ঘটে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওরোজ উদযাপন শেষে কুর্দি সম্প্রদায়ের লোকজন টাইগ্রিস নদী দিয়ে বাড়ি ফিরছিল।

মসুলের সিভিল ডিফেন্স প্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরীটি ডুবে যাওয়ার পর সাতার না জানার কারণে তাদের বেশী মৃত্যু হয়েছে।

উদ্ধারকারী টিম ডুবন্তদের বাঁচাতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের বাঁচাতে কাজ চলছে। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।