দীর্ঘ ২৮ বছর পর আবার সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (২৩ মার্চ) ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে এর পথচলা শুরু হলো।
এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব দেয়া হলেও এ নিয়ে (অপোস) দ্বিমত পোষণ করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, আজকের কার্যকরী বৈঠক ছিল পরিচিতি পর্ব। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার বিষয়ে প্রস্তাব তোলা হয়। কিন্তু ভিপি নুর বলেন, আমরা এখনও বিষয়টির সমাধানে পৌঁছায়নি।
তিনি বলেন, এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে, মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আজীবন সদস্য পদ ঘোষণা করা উচিত। সেই জায়গা থেকে আমিসহ কয়েকজন এই প্রস্তাবে (অপোস) বিরোধিতা করেছি।
তবে ভিপির কথার মাঝে জিএস গোলাম রাব্বানী জানান, একমাত্র নুর ছাড়া সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ সমর্থন করেছেন।
বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।
সভায় যোগ দেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা। শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।