logo
আপডেট : 26 March, 2019 03:54
বিরোধীয় তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ, চীনে উত্তেজনা
মেইল রিপোর্ট

বিরোধীয় তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ, চীনে উত্তেজনা

বিরোধী তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনী বলছে, চীনের প্রভাব বিস্তার রোধে কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্র জাহাজ পাঠিয়েছে।

রোববার নৌবাহিনী, কোস্টগার্ড ও দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে স্বশাসিত তাইওয়ান চীনের কবল থেকে মুক্ত হতে ওয়াশিংটনের সাহায্য নিচ্ছে। এতে তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে।

মার্কিন সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনীর কার্টিস উইলবার ধ্বংসকারী এবং কোস্টগার্ডে বার্থলফ কাটার এমন দুটি জাহাজ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালিতে জাহাজের চলাচলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আন্ত প্রশান্ত মহাসাগরকে মুক্ত ও উন্মুক্ত করার প্রতিশ্রতি দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জায়গায় আন্তর্জাতিক আইন অনুমোদন করতে পারে, সেগুলো চালাবে এবং পরিচালনা করবে।

এমন ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাজগুলো দক্ষিণ-পশ্চিমে তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গিয়েছিল এবং উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে গেছে।