সৌদি আরবের কাছে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি বিক্রিতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
পরমাণু প্রযুক্তিতে সৌদি আরবকে সহায়তা দিতে এটি তাদের প্রথম পদক্ষেপ বলে জানা গেছে। পাশাপাশি সৌদির সঙ্গে কয়েকটি গোপন চুক্তিও করেছে ট্রাম্প প্রশাসন।
এ বিষয়ে করা চুক্তিতে মার্কিন শক্তি বিষয়ক মন্ত্রী রিক পেরি অনুমোদন দিয়েছেন।
রিয়াদের সঙ্গে করা ট্রাম্প প্রশাসনের মোট ছয়টি গোপন চুক্তি হয়েছে। এ চুক্তিগুলোর মাধ্যমে পরমাণু কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কৌশলগত সহায়তাও দিতে পারবে।
‘Part 810s’ নামের এ চুক্তিগুলোতে ট্রাম্প প্রশাসন সৌদি আরবে পরমাণু প্রযুক্তি বিক্রিতে তার দেশের কোম্পানীগুলোকে অনুমতি দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়,যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পেতে দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলোও আগ্রহী।
সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করে নিতে ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে চায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের আলোচনা কতদূর গড়ায় তা এখনও নিশ্চিত নয়। তবে সৌদিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যেন যুক্তরাষ্ট্রই পায়, এ বিষয়ে অভ্যন্তরীণভাবে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে দেশ দুটি।
এ বিষয়ে কঠিন গোপনীয়তা রক্ষা করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যেসব প্রতিষ্ঠান সৌদিতে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে তাদের পক্ষ থেকেও মার্কিন সরকারকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে।
পারমাণবিক সহায়তা দিতে রিয়াদের সঙ্গে মার্কিন কোম্পানীগুলো ২০১৭ সাল থেকে কাজ করছে।