নেপালের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে বজ্রসহ বৃষ্টিপাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৪০০ জন আহত হয়েছেন বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার বেশ কয়েকটি গ্রামে বজ্রসহ বৃষ্টিপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
তারা জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ১২৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বারা জেলায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে ২৪ জন এবং অপর ব্যক্তি পারসা জেলায় মারা গেছেন বলে জানিয়েছেন তারা।
নেপালের জাতীয় জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এক টুইট বার্তায় জানিয়েছেন, বজ্রসহ বৃষ্টিপাতের ঘটনায় তিনি ২৫ জনের মৃত্যু ও ৪০০ লোক আহত হওয়ার খবর পেয়েছেন। ভয়াবহ এই ঝড় ও বৃষ্টিপাতে হতাহতের ঘটনায় তিনি নিহতদের পরিবারের প্রতি দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। তবে আবহাওয়া খারাপ থাকায় গতরাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে বলে জানান তারা।