সংযুক্ত আরব আমিরাতে পরিবারসহ থাকতে পারবে বিদেশি কর্মীরা। রোববার দেশটির মন্ত্রিপরিষদে এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাবনাটি পাস হয়।
সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে মন্ত্রিপরিষদের জেনারেল সেক্রেটারিয়েটের একটি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস।
এই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান অনুসারে এই প্রস্তাবনায় পরিবারের সদস্যদেরকে নিয়ে থাকতে বিদেশি কর্মীদের যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটিকে আয়ের মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।
আরও বলা হয়, বিদেশি কর্মীদের পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরেকটি লক্ষ্য হলো, পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম এমন দক্ষ কর্মীরা যেন দেশটিতে কাজ করতে আগ্রহী হয়।
বিবৃতিটিতে বলা হয়, দেশের বাসিন্দাদেরকে দেয়ার সেবাগুলোর পরিমাণ ও মান বাড়ানোর লক্ষ্যে একটি গবেষণা পরিচালনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির বাজারে বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের মতো বিষয়গুলো এসব সেবার অন্তর্ভুক্ত।
সংযুক্ত আরব আমিরাতকে প্রতিভাবানদের সুযোগ সৃষ্টির কেন্দ্রভূমি হিসেবে নিশ্চিত করতে বিদেশি কর্মীদেরকে এসব সুবিধা দিলো দেশটির মন্ত্রিপরিষদ।