যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা সহজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
মঙ্গলবার সকালে রাষ্ট্রদূত গাজীপুরের একটি পোশাক তৈরি কারখানা পরিদর্শন করেন। তিনি মহানগরের বাহাদুরপুর এলাকায় লায়লা স্টাইল গার্মেন্টস নামে একটি পোশাক তৈরি কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
মার্কিন রাষ্ট্রদূত কারখানায় পৌঁছালে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরানুর রহমান তাকে স্বাগত জানান এবং কারখানার বিভিন্ন ইউনিট ঘুরিয়ে দেখান।
এ সময় রাষ্ট্রদূত মিলার কারখানার কাজের পরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা, পণ্যের গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা সহজ করার আশ্বাস দেন।
পরে তিনি কারখানায় ডে-কেয়ার সেন্টারে শ্রমিকদের শিশুসন্তানদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. আরিফুর রহমান, এসি আবুল লাইস মোহাম্মদ জিকু, গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি কারখানার কাজের পরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা, পণ্যের গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন।