logo
আপডেট : 5 April, 2019 01:17
জাতীয় পার্টির কো-চেয়ার‌ম্যান পদে জিএম কাদের পুনর্বহাল

জাতীয় পার্টির কো-চেয়ার‌ম্যান পদে জিএম কাদের পুনর্বহাল

বৃহস্পতিবার রাতে জিএম কাদের কে পুনর্বহালের আদেশে স্বাক্ষর করছেন এরশাদ

ঢাকা অফিস: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে জিএম কাদের কে পুনর্বহাল করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি। 

এর আগে গত ২২ মার্চ জাপার প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক ‘সাংগঠনিক আদেশে’ জিএম কাদেরকে দল থেকে ‘অব্যাহতি’ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

সাংগঠনিক আদেশে এরশাদ বলেন, জাপার চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি জাপার কো-চেয়ারম্যান পদে জিএম কাদেরকে পুনর্বহাল করছি।