ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়।
তিনি আরও বলেন, ইউরোপীয়রা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা ‘ইনসটেক্স’ চালুর মাধ্যমে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। তবে গত সপ্তাহে ইরানেও একই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে লেনদেন প্রক্রিয়া চালুর ক্ষেত্রে বিলম্ব করার আর কোনও অজুহাত ইউরোপীয়দের কাছে রইলো না।
জাওয়াদ জারিফ বলেন, ইরান ইউরোপীয়দের জন্য বসে থাকবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরই মধ্যে অধিকাংশ প্রতিবেশী দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।
ইরানের বন্যাদুর্গত মানুষের কাছে আর্থিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে মার্কিন প্রতিবন্ধকতার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক এমনকি ইউরোপীয় ব্যাংকগুলোও মার্কিন হুমকির কারণে ইরানের বন্যার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পাঠাতে রাজি হয়নি।