অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে জনপ্রিয় একটি নৈশক্লাবে চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনায় একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এসময় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, রোববার সকালে মেলবোর্নের প্রাহরানে লাভ মেশিন ক্লাবে ঢোকার জন্য তিনজন নিরাপত্তা রক্ষী ও এক ব্যক্তি বাইরে অপেক্ষমাণ থাকাবস্থায় এই হামলা চালানো হয়।
ভিক্টোরিয়া পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড্রু স্ট্যাম্পার বলেন, নৈশক্লাবের বাইরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলি চালানো হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, এটা একটি ভয়ঙ্কর কাজ। মেলবোর্নের অন্যতম প্রধান এই বিনোদেন কেন্দ্র একটি ব্যস্ত নৈশক্লাব।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ৩৭ বছর বয়সী ওই নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর সে মারা যায়। এদিকে ২৮ বছর বয়সী আরেক ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তবে ২৯ ও ৫০ বছর বয়সী অন্য ব্যক্তির আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে তারা।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এটি হামলা সন্ত্রাসী নয় বলে তাদের বিশ্বাস।