logo
আপডেট : 18 April, 2019 23:48
৩০ টাকায় ভোট কেনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মেইল রিপোর্ট

৩০ টাকায় ভোট কেনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দক্ষিণ ভারতের বিশাল অঞ্চলজুড়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ দিনই ৩০ টাকায় ভোট কেনার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্থানীয় তৃণমূল নেতা টাকা দেয়ার অভিযোগ স্বীকারও করেছেন। অবশ্য ভোটার গ্রামবাসীদের ছোট সন্তানদের চকোলেট কেনার জন্য টাকা দিয়েছিলেন বলে সাফাই গেয়েছেন তিনি। তবে টাকার পরিমাণ বেশি নয়, কাউকে ১০ টাকা, কাউকে ২০ টাকা করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোট দিয়ে খুশি মনে হাতে খাবার কিনে ফিরেছেন গ্রামবাসীরা। কিসের খাবার প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা জানান, ভোট দিয়ে খাবার কিনে ফিরছেন। একটু চেপে ধরতেই স্বীকার করে নিলেন, রাতে গ্রামের তৃণমূল নেতারা বাড়িতে গিয়ে জনপিছু ৩০ টাকা করে দিয়ে এসেছিলেন।

একজন-দু’জন নন, গ্রামের একাধিক পরিবারের হাতে সকালে ভোট দিয়ে ফেরার পথে টিফিন হাতে দেখা গিয়েছে। তারা স্বীকার করে নিয়েছেন রাতে পাওয়া টাকার কথা। কেউ কেউ বিপদে পড়তে পারেন মনে করে বলছেন, বাড়ির বাচ্চাদের জন্য টিফিন কিনে নিয়ে যাচ্ছেন।