পর্তুগালের ম্যাডেইরা দ্বীপে জার্মান পর্যটকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
ক্যানিকো শহরের কাছে সংঘটিত ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাসটির চালক রাস্তার একটি মোড়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি গভীর খাদে পড়ে যায়। এসময় উল্টে যাওয়া বাসটি আবাসিক ঘরবাড়ির কাছে গিয়ে আছড়ে পড়ে। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বাসটির সব যাত্রীই ছিলেন জার্মানির নাগরিক। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পর্তুগালের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ঘটনাস্থল পরিদর্শনের জন্য ম্যাডেইরো দ্বীপে ছুটে গেছেন। এ ছাড়া, দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।