logo
আপডেট : 24 April, 2019 22:25
সিলেটে চালু হচ্ছে সীমান্ত বাজার
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

সিলেটে চালু হচ্ছে সীমান্ত বাজার

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের অংশগ্রহণে চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ সিলেট জেলায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সীমান্ত বাজার (বর্ডার হাট)। জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রতি সপ্তাহে এক দিন এ হাট বসবে। তবে হাট ব্যবস্থাপনা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে একাধিক দিনও এ হাট বসতে পারবে।

সিলেটের ভোলাগঞ্জ সীমান্তে বর্ডার হাট গড়ে তোলার বিষয়ে দুদিন ব্যাপী একটি বৈঠক সম্পন্ন হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ও বুধবার (২৪ এপ্রিল) দু'দেশের যৌথ কমিটির উদ্যোগে দীর্ঘ সময় আলাপচারিতা হয় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। 

এতে ভোলাগঞ্জ সীমান্তের ১২৪৮/১১এস ও ১২৪৮/১২এস পিলারের কাছে একটি বর্ডার হাট গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ-ভারতের মতামত ঐক্যে পৌঁছে। আসছে ডিসেম্বর এই হাট চালু হতে পারে বলে জানান দুই দেশের প্রতিনিধিরা। 

বৈঠকে ১৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব (বৈদেশিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া) শ্রী ভূপিন্দর এস বাল্লা। দুই দেশের যৌথ বৈঠকে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন - বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান, যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা মিজানুর রহমান, মো. সেলিম হোসেন প্রমুখ। 

ভারতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কুঠারি, আসাম অঙ্গরাজ্যের উপ সচিব সাজ্জাদ আলম, মেঘালয় অঙ্গরাজ্যের উপ পরিচালক উইনফ্রেড ওয়ারশং প্রমুখ।

বাংলাদেশ ও ভারতের সমন্বয় বৈঠকে বর্ডার হাট বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা করা হয়। 

 

নিউইয়র্ক মেইল/সিলেট, বাংলাদেশ/২৪ এপ্রিল ২০১৯/অমিতা সিনহা/এইচএম