আপডেট : 25 April, 2019 00:59
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৫০ ঘর
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুনে ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার বেলা দেড় টার দিকে কুতুপালং ক্যাম্পের ৫ নম্বর ব্লকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাফায়েত ইসলাম জানান, কুতুংপাল ক্যাম্প-৫ এর একটি বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় আগুনের ভয়াবহতা বেড়ে যায়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৫০টির বেশি ঘর পুড়ে গেছে।
নিউইয়র্ক মেইল/সিলেট, বাংলাদেশ/২৪ এপ্রিল ২০১৯/সুজাউদ্দিন রুবেল/এইচএম