মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর গুলিতে ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শুক্রবার (৩ মে) দেশটির সেনাবাহিনী ছয় নিরস্ত্র ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে।
তাদের দাবি, হতাহত ব্যক্তিরা সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল। এ কারণেই তাদের হত্যা করা হয়েছে।
জানা গেছে, রাখাইনের কায়াকতান গ্রামের একটি স্কুলে প্রায় তিনশো গ্রামবাসীকে আটকে রেখে গত কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী।
গ্রামবাসীর সঙ্গে কোনও বিদ্রোহী গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা তা নিশ্চিত হতে চাচ্ছে তারা। এর আগে আরেকটি গ্রামে জিজ্ঞাসাবাদের সময় অন্তত চারজন গ্রামবাসী প্রাণ হারান বলে অন্য আরেকটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে আটক ব্যক্তিদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। তবে আটক ও হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।