জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এটি হচ্ছে পঞ্চম ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
আদালতের দেয়া রায়ের পর বৃহস্পতিবার বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে এ দণ্ড কার্যকর করা হয়।
জর্জিয়া সংশোধন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে জ্যাকশন কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ৫২ বছর বয়সী স্কটি মোরৌর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৯৪ সালে ক্রিসমাসের পর মোরৌ জোরপূর্বক তার সাবেক গার্লফ্রেন্ডের বাসায় প্রবেশ করে। সেখানে ওই নারী তার শিশু ও দুই বান্ধবীও ছিল।
মোরৌ তার পাঁচ বছর বয়সের ছেলের সামনেই তিন নারীকে গুলি করে। এতে তাদের দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন তার সাবেক গার্লফ্রেন্ড।
১৯৯৯ সালে এ জোড়া খুনের মামলায় মোরৌকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার মার্কিন সুপ্রিমকোর্টে করা আইনজীবীদের চূড়ান্ত আপিল আবেদন নাকচ হওয়ায় তার দণ্ড কার্যকর করা হয়।