মালয়েশিয়ায় পাচারের অভিযোগে তিন বাংলাদেশি পাচারকারিকে গ্রেফতার করেছে সে দেশের ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) রাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে রাজধানীর "সেটাপাকের একটি কনডমিনিয়াম থেকে তিন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১৭ বাংলাদেশিকে।
"তিনজনের মধ্যে একজন ছিলেন এমন একজন মাস্টারমাইন্ডের। যিনি মানব পাচারের পরিকল্পনায় সিদ্ধ হস্ত। সেটাপাকের এই কনডমিনিয়ামের একটি কক্ষকে পাচার কারিরা ট্রানজিট ব্যবহার করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিন মানব পাচার কারি গ্রেফতারের পাশাপাশি আরো ১০ বিদেশীকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচার কারিরা "অভিবাসীদের মালয়েশিয়ায় পাঠানোর আগে একটি প্রতিবেশী দেশ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইমিগ্রেশনের "প্রাথমিক তদন্তে বলছে, গত ২৪ এপ্রিল নৌপথে মালয়েশিয়ার তানজং সেপাটে পৌঁছার আগে অভিবাসীরা প্রতিবেশি দেশে অবস্থান করছিল। "প্রত্যেকের কাছ থেকে ১০,০০০ থেকে ১৫,০০০ হাজার রিঙ্গিত করে নিয়েছে পাচারকারিরা।
আটককৃত তিন মানব পাচারকারির বিরুদ্ধে অভিবাসন আইনের ২৬ ধারায় তদন্ত চলছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, মানব পাচার এবং আইনের বিরুদ্ধে যাওয়া এমন কার্যকলাপে জড়িত দেশের সুনাম রক্ষার্থে সাধারন জনগণই এগিয়ে আসতে হবে।