logo
আপডেট : 12 May, 2019 03:07
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন ট্রাম্প
মেইল রিপোর্ট

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আক্রমণের কাজে ব্যবহৃত উভচর জাহাজ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বহর মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, উভচর জাহাজ ইউএসএস আর্লিংটন এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বহরকে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। চলতি সপ্তাহের গোড়ার দিকে সেনা পাঠানোর যে অনুরোধ করেছিল তার প্রেক্ষাপটে এ অনুমোদন দেয়ার কথাও বিবৃতিতে বলা হয়েছে।

বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে এ সব মোতায়েন করা হবে বলে জানানো হলো।

এদিকে, কাতারে মার্কিন পরমাণু-বিমান বহর বি-৫২ মোতায়েন করার ঘোষণা এর আগে দেয়া হয়েছে।

রোববার মার্কিন যুদ্ধবাজ জাতীয় উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, তার ভাষায়, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেয়ার জন্য এ দলকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন র্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, যুদ্ধের ভয় দেখিয়ে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে পারবে না আমেরিকা।