আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন বিচার বিভাগ বলেছে, জাহাজটি কয়লা পরিবহনে ব্যবহার করা হতো। কয়লা উত্তর কোরিয়ার বৃহত্তম রফতানি পণ্য হলেও এর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে।
২০১৮ সালের এপ্রিলে ওয়াইজ অনেস্ট নামের জাহাজটি ইন্দোনেশিয়ায় প্রথম আটক হয়েছে। সে বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র সেটি জব্দের আবেদন করে।
দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে এই প্রথম উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দুই দেশের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়েছে। গত সপ্তাহেই পিয়ংইয়ং দুই দফা স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে।
ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই তারা এটি করছে বলে ধারণা বিশ্লেষকদের।
ইন্দোনেশিয়া জাহাজটি হাস্তান্তর করার পর বর্তমানে সেটি যুক্তরাষ্ট্রের পথে রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কৌঁসুলি জিওফ্রে এস বেরমান বলেন, জাহাজটির নিবন্ধনের তথ্য গোপন রেখে বিদেশি ক্রেতাদের কাছে উন্নতমানের কয়লা বিক্রি করতে উত্তর কোরিয়ার পরিকল্পনার কথা জানতে পারে আমাদের কর্মকর্তারা।