ভেনেজুয়েলায় পুলিশের নিয়ন্ত্রণাধীন এক কারাগারে সহিংসতার ঘটনায় কমপক্ষে ২৯ বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৯ পুলিশ কর্মকর্তা।
স্থানীয় প্রশাসন ও মানবাধিকার গোষ্ঠীর বরাতে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, পর্তুগুয়েসা রাজ্যের আকরিগুয়া শহরে অবিস্থিত মিউনিসিপ্যাল পুলিশের নিয়ন্ত্রণাধীন ওই কারাগারে আটক বন্দিরা জেল ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সম্পর্কে পর্তুগুয়েসার এক নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের জানান, পুলিশের বাধার মুখে বন্দিদের পলায়নের প্রচেষ্টা ব্যর্থ হয়। এসময় ২৯ বন্দি নিহত হয়। ওই কারাগারে সবমিলিয়ে ৩৫৫ জন বন্দি রয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, এ সময় বন্দীরা তিনটি গ্রেনেড ছুড়ে মারলে ১৯ পুলিশ কর্মকর্তা আহত হয়।
তবে এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়।
এদিকে এই কারা সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘হামবার্তো প্রাদো অব দ্য ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি’ নামের স্থানীয় এক মানবাধিকার গোষ্ঠী। তারা একই সঙ্গে প্রশ্ন তুলেছে কারাবন্দীদে হাতে অস্ত্র আসা নিয়েও।
বেশ কয়েক বছর ধরেই ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে গত ২০১৮ সালের মার্চে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ বন্দি নিহত হয়। এছাড়া ২০১৭ সালের আগস্টে ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়।